“গরিমা”- শাহিনা খাতুনের কবিতা

0
280
www.natorekantho.com

গরিমা/শাহিনা খাতুন

আজ স্পষ্ট আলোয়
তার চোখে মুখে
গরিমা দেখেছিলাম
জ্ঞানের গরিমা।
অনেকগুলো পারিভাষিক শব্দ
যা অনেকেরই জানা নেই
সে তা জেনে নিয়েছিল
ভেবেছিল সে অনেক জানে
শুধু ভাবেনি যে সে অনেক
কিছুই জানেনা।
সময় এত কম যে অনেক কিছু
না জেনেই চলে যেতে হবে
আর তাকে মনে রাখবেনা কেউ
পরবর্তী জনের জন্য
নতুন ফুলের বায়না দেবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনামহীন অবুঝের মতো || ওয়াহিদ জালালের কবিতা
পরবর্তী নিবন্ধ“মুখোমুখি” – সালেহীন বিপ্লবের কবিতা 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে