গাছটাও মরে গেছে -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
515
Shaheena-Ronju

গাছটাও মরে গেছে

কবি শাহিনা খাতুন

যে দুঃখ পেয়েছে ঐ বুড়ো বটগাছ
তার নিরাময় কী
যে বাউল দুমুঠো ভাত চায়নি কোনদিন
তবুও মনের আনন্দে গান গেয়ে হেঁটে গেছে
তার লম্বা চুল অথবা খোঁপার ভেতর
কী এমন ভয় ছিল বলতে পার?
উত্তর জানা নেই
আহারে বকুলের ফুল!
তুমি শুকিয়ে যাওয়ার পরও গন্ধ বিলাও।
শীর্ণা নদীর ধারে কেঁদেছে পথিক
তার কোন ঘর নেই।
মহাজন মাথা গুনে নিয়ে গেছে তিনবার
মরে যাবার ভয়ে আড়াল খুঁজে নেওয়া
গাছটাও মরে গেছে
আজ সবটুকু নালিশ আমার নদীর কাছে
ও আমার পদ্মা নদী তুমি কি পদ্মাবতী?
নাকি আমার মা
সেবার কর্কট রোগে মা চলে গেছে
তারপর কতদিন মা বলে ডাকিনি
আজ মা বলে ডেকে ডেকে পরান জুড়াবো
আমার ভালবাসার খবর রাখেনা কেউ
কোন এক মহাকাব্যের পাতায়
আমার ভালবাসার কথা লিখে রেখো।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধহন্তারকের ফাঁসী -কবি হামিদুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে আরো এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে