সন্দীপ কুমার, গুরুদাসপুর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় আগাম বন্যার পূর্বাভাসের কারণে চলনবিলের ধান কাটা শুরু হয়েছে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাধিক শ্রমিক নিয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। কিন্তু বোরো ধান পুরোপুরি না পাকার কারণে গত চার দিনে ৫% ধান কাটা হয়েছে। রবিবারে উপজেলায় কৃষি অফিস জানায় ,গত বছর বিঘাপ্রতি ২২ মন ধান উৎপাদন হলেও এবার ২২ মণ ধান উৎপাদন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল করিম বলেন, এবার ৪ হাজার ৬শ হেক্টর জমিতে বোরো ধান বাম্পার ফলন হয়েছে। কিন্তু বি২৯ ও হাইব্রিড জাতের ধান পুরোপুরি পাকতে শুরু করেনি। যেটুকু জমির ধান পাকছে সেটুকু কাটা হচ্ছে । এরই মধ্যে আরো দুই শতাধিক শ্রমিক আমদানি করা হবে। তবে আগামী ১৫ দিনের মধ্যে উপজেলার সব মাঠের ধান কৃষকের গোলায় উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Advertisement