ঘুম পিপাসা -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
608
Shupti-Jaman

ঘুম পিপাসা

কবি সুপ্তি জামান

ঘুম পিপাসায় কাতর দুই নয়ন
উৎফুল্ল হই ভেবে এখন আমি ঘুমাব।
চোখের দুয়ার বন্ধ হলেই
মনের দুয়ার খুলে যায়,
অদেখা, অধরা বাসনারা
ভিড় করে চোখের পাতায়।
কখনো ফিরে যাই কত শত অতীতে,
কখনো সুদূর আগামী এসে কড়া নাড়ে,
অচেতন চেতনায় বিলোল বাসনা হিল্লোলে তোলে।
আকাশ থেকে নেমে আসে স্বপ্ন সিঁড়ি
আমার শয্যা, ঘর, মন,
জানালা সব বাতাসে মিলিয়ে যায়
স্বপ্নের সিঁড়ি বেয়ে হারিয়ে যাই
না অধরা বাসনার রাহুগ্রাসে
ঘুমে জড়ানো চোখে কুয়াসা মোড়ানো
চাঁদের ঝাপসা আলোয় আবছা লাগে সব
কিছু দেখি, কিছু দেখিনা কিছুতেই
বুকের মধ্যে মোঁচড় দিয়ে ওঠে না দেখার হাহাকার।
স্বপ্নেও মেলে না স্বপ্নের দেখা
দেখি ফেলে আসা সর্পিল পথ আরো শ্বাপদে ভরা
আমি ঘুমের মধ্যে কুকড়ে থাকি,কেঁপে উঠি।
আমার ঘুম টুটে যায়
পড়ে থাকি বিছানায়।
বক্ষ পিঞ্জরে মনে হয় কিছু নেই
ঘুম সওয়ারী পাখিটা এখনও ফেরেনি খাঁচায়
অবস বিবস আমি ঘুম পিপাসা
চোখে নিয়ে আবার ঘুমিয়ে যাই।

২৬-০৪-২০২০

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধলালপুর ডেবরপাড়া হতদরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধহ্যাপি নাটোর‘এর বৃষ্টি উপেক্ষা করে ইফতার বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে