নাটোর কন্ঠ : নাটোরের গুরুদাসপুর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের চলনবিল প্রেসক্লাবে আগমন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে প্রেসক্লাব সভাপতি এম এম আলী আককাছের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতি প্রাপ্ত জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও গুরুদাসপুরের বিদায়ী নির্বাহী অফিসার মো. তমাল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে গুরুদাসপুরের নবাগত সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের মধ্যে আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, সহ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দীন শুক্তি, মো.শহীদুল ইসলাম, মো.শাহজাহান আলী, মো. তারিকুল হাসান, আলমগীর কবির, মিজানুর রহমান, রহমত আলী, আতিকুর রহমান ও সোহাগ আরেফিন উপস্থিত ছিলেন।