“চিরচেনা “—রিংকু’র কবিতা

0
613

চিরচেনা
—রিংকু

কেন জানি মনে হয়, জানিনা কারণ
শতবার বুঝিয়েছি শোনেনি বারন,
হয়তো চলিছে ইহা প্রকৃতির খেলা
নয়তো চিরন্তন ভাবের মেলা।

তাহার দৃষ্টিতে ঝরঝর, প্রেমের ঝরনা
এ গ্রহের শ্রেষ্ঠ ফুল,যেন প্রকৃতির কন্যা
উষ্ণ ঠোঁটের স্বরূপ যেন লাল গোলাপ ফুল
মধুর লোভে ভ্রমর হয়তো, করিয়া বসিবে ভুল।

নয়ন পানে তাহার রাখিলে নয়ন
জন্মজন্মান্তরে ছিল চিরচেনা আপন,
মনটা হতে চায় রঙিন ঘুড়ি
তাহার আকাশে উড়ে,স্বপ্ন লয়ে তারি।

অতঃপর
মিথ্যা কাঁচের দেয়াল ঘেরা,তাহার চারিপাশ
কয়জনই বা ভাঙতে পারে,বাঁচাতে পারে আশ,
কেবা পারে ভাঙতে শিকল,হইতে পারে মুক্ত
তুমিই পাখি,ডানা মেলো,আকাশ চিরউন্মুক্ত।

২৪/০১/২০ উঃবঃ নাটোর।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“একটু বলবেন স্যার”- শীলা ঘটকের কবিতা
পরবর্তী নিবন্ধ“পাঠকেষু”- সমরজিৎ সিংহ’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে