জয়বার্তা আসবেই -কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা

0
348
Kazi Zuberi Mostak

জয়বার্তা আসবেই

কাজী জুবেরী মোস্তাক

চারিদিকে দাউদাউ করে আগুন জ্বলছে
আর ওরা গোলাবারুদের উপরে দাঁড়িয়ে,
সাথে ছায়াগুলো মিলেমিশে একত্র হচ্ছে ।

এ জনপদ আজকে জনশুন্য হয়ে যাচ্ছে
শহর বন্দরগুলোও ঢেকে যাচ্ছে মুখোশে,
মানবতা সেও যেন ‍নির্বাসনে চলে যাচ্ছে।

আজ পৃথিবীর সমস্ত অলিগলিতে জুড়ে
আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে,
উশৃঙ্খল ; সুদীর্ঘ তপ্ত দুপুরের মতো করে।

মনুষ্যত্বহীনতা দাপিয়ে বেড়াচ্ছে এ শহরে
অলিতে গলিতে মাদকের আড্ডা বসেছে,
মশা মাছির মতোই সন্ত্রাসী বাড়ছে শহরে।

নির্জাতিত ধুলোর মতো দু’পায়ে জড়িয়ে
পড়ে থাকা নিথর সেই দেহগুলো ডিঙিয়ে,
একদিন প্রত্যাশিত বিজয় ঠিক ধরা দিবে।

রক্তগুলো পিচঢালা পথে শিকড় ছড়াচ্ছে
সারিবদ্ধ লাশগুলো পথ রোধ করে থেকে,
মৃত্যুকে অস্বীকার জয়বার্তা বয়ে আনছে।

মমতাময়ী মা; প্রিয়তমা স্ত্রী ;আদরের পুত্র
তোমরা আজ শোকবস্ত্র খুলে ফেলে দাও,
প্রতিটি অশ্রু দিয়ে তৈরি করো ক্ষীপ্র অস্ত্র।

Advertisement
উৎসKazi Zuberi Mostak
পূর্ববর্তী নিবন্ধযে যার মত -কবি শাহিনা খাতুন’এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ইয়াসির আলী করোনা আক্রান্ত নয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে