জল আয়না
কবি সাফিয়া খন্দকার রেখা
ভেতরের বয়ে চলা নরম নদীটা
পেছন থেকে ডেকে বলে একটু দাঁড়াও পথিক,
বিবর্ণ ধূসর উৎসবে এক টুকরো রোদেলা বিকেল
তুমি জমা রেখেছিলে এ পথে যেতে।
মনে পড়ে সেই ঘন পূর্ণিমায় কামিনীর আলিঙ্গন!
ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে সেদিন
যুগল ছায়ায়
নকশিকাঁথার গল্প শুনিয়েছিলে।
অতঃপর
রঙ বদলের দিনে মেঘমালায়-
ভেসেছিলো একজোড়া মুখ।
শৈশবের স্নেহের মতো পথের বাঁকে
চেনা ঘুড়ির ডানায় ভেসে
জন্ম ঋণ হেঁটে চলছে কতশত রঙের ভেতর।
কোন একদিন ডোবা চাঁদ শূন্যতাকে
পেছনে ফেলে জোৎস্নায় পুড়ে যায়,
জল আয়নায় পথিক দেখে ভাসছে একটি প্রজাপতি মন।
ঠোঁটের কোনে কাঁপছে জন্মের অন্তর্নিহিত অদ্ভুত অনুভব,
আমরা হাঁটছি অথবা দৌড়াচ্ছি
পৃথিবীর বয়সের সাথে
এক অনুসরণ পথে।
Advertisement