বিরহের পৃথিবী -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা

0
295
Shahara Khan

বিরহের পৃথিবী

যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান

যেখানে আকাশ মিশে গেছে,
মাটি আর পানির সাথে।
সেথায় তুমি আমি দুজন,
পাশাপাশি বসেছিনু পূর্ণিমা রাতে।
জামদানী শাড়ি অঙ্গে তোমার,
কানে পরেছিলে দুল।
কাছে এসে তোমার খোঁপায়,
পরিয়ে দিয়েছিলাম বুনো ফুল।
সীমাহীন আকাশটাকে সেদিন,
লেগেছিল কত যে ভালো।
তুমি আমার পূর্ণিমার চাঁদ,
তুমি আমার জীবনের আলো।
কত কথা হয়েছিল দুজনে,
দেখেছিলাম কত সুখের স্বপন।
সুখের বাসর গড়বো দুজনে,
পাশাপাশি থাকবো আজীবন।
বেকারত্বের বোঝা বহিয়া আমি,
তোমায় নিয়ে পারিনি বাঁধতে ঘর।
চলে গেলে তুমি অন্যের হাত ধরে,
করে দিলে আমায় পর।
আজো সেই পথ রয়েছে অক্ষত,
শুধু তুমি নেই পাশে মোর।
তোমার স্মৃতি বহিয়া বেড়াই,
বিরহের পৃথিবীতে হয়না যে ভোর।

ছবি : মরিয়ম চৌধুরী

Advertisement
উৎসShahara Khan
পূর্ববর্তী নিবন্ধজল আয়না -কবি সাফিয়া খন্দকার রেখা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশেষ কবিতা -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে