জ্বরের ঘোরে/নাজমুল হাসান
এমন কি হবার কথা ছিল?
কোথাও কেউ নেই
বাতাসে হাওয়ার গুঞ্জন নেই
আকাশ জুড়ে তারার দেখা নেই
একবুক ভালবাসা নিয়ে বসে আছি
ভালবাসা দেবার মতো কেউ নেই
চারিদিকে নেই আর নেই
এই নিঃসঙ্গ সময়ে
কোথাও কেউ নেই
১মার্চ ২০২০, বড়হরিশপুর, নাটোর। রাত ১২টা ৪০মিনিট
Advertisement