“জ্বরের ঘোরে”- নাজমুল হাসানের কবিতা

0
323
নাজমুল

জ্বরের ঘোরে/নাজমুল হাসান

এমন কি হবার কথা ছিল?
কোথাও কেউ নেই
বাতাসে হাওয়ার গুঞ্জন নেই
আকাশ জুড়ে তারার দেখা নেই
একবুক ভালবাসা নিয়ে বসে আছি
ভালবাসা দেবার মতো কেউ নেই

চারিদিকে নেই আর নেই
এই নিঃসঙ্গ সময়ে
কোথাও কেউ নেই

১মার্চ ২০২০, বড়হরিশপুর, নাটোর। রাত ১২টা ৪০মিনিট

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আক্ষেপ” খন্দকার মাহাবুবুর রহমান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে নানা আয়োজনে পালিত হচ্ছে ১ম জাতীয় বীমা দিবস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে