টের কি মামু পাইতেছ!
ছড়াকার কামাল খাঁ
টানছো বিড়ি মনের সুখে আচ্ছা করে পুড়তেছ,
ফন্দি-ফিকির ধান্দাবাজি নানান তালে ঘুরতেছ,
কী কারণে কাকু তুমি বাইরে এখন ঘুরতেছ?
মনেরেখো নিজেই তুমি নিজের কবর খুঁড়তেছ!
মামু তুমি মোড়ে দেখি ঘনঘন আসতেছ,
সবার সাথে রঙ-তামাশা, ইয়ার্কিতে হাসতেছ,
হয়তো এখন নানা রঙের কল্পনাতে ভাসতেছ,
কিন্তু মামু জানতেছোনা হয়তো তুমি ফাঁসতেছ।
ভাইয়া তুমি আপদকালে কোথায় এম্নি যাইতেছ,
বুকের বোতাম খুইল্লা দিয়া ঠান্ডা বায়ু খাইতেছ?
মোচড় দিয়া রঙেরসে বেসুরো গান গাইতেছো,
ঐদিকে যে খারাপ খবর টের কি কিছু পাইতেছ!
কাকু ভাইয়া মামু খালু বন্ধু বিয়াই শুনতেছো-
প্রতিদিনই সংখ্যা লাশের আঙ্গুলেও গুনতেছ!
হয়তো তুমিই অন্তরালে করোনা বীজ বুনতেছ,
নিজের কবর পরের কবর খুব নিরবে খুনতেছ!
Advertisement