“তিরন্দাজ “- এম আসলাম লিটনের কবিতা

0
528
লিটন

তিরন্দাজ
এম আসলাম লিটন
.
সময়ের ঘিলুটাকে এ ফোঁড় ও ফোঁড় করে
তির ছুটে যাবে আদিম যুগে
যেখানে মাটির নীচে লুকানো আছে পূর্বপুরুষের পাপ
বিষবৃক্ষের বীজ.. পোঁতা আছে আমাদের নাড়ি
তির ঠিক ছুটে যাবে… ছুটে যাবে.. ঠিক সেই দিকে।

শিকড়ভেদি তির ছুটে যেতে যেতে যেতে
একদিন ঠিক বিঁধে যাবে ভুলের আপেলে
ছিটকে যাবে বিচূর্ণ আপেলের বীজ
আমার নোনাঘামজলে সেই বীজে অঙ্কুরিত হবে
জন্ম নেবে আমাদের পথ, আমাদের ভূমি, আমাদের ঠিকানা!

তিরন্দাজ জানে তিরের ফলায় শুধু বিষ নয়
মিশে আছে এক ফোটা আশা; ভালবাসাময়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধযমজ ঘ্রাণ/ রহমান হেনরী’র কবিতা
পরবর্তী নিবন্ধ“পাঠক সমাবেশ এবং কিছু রঙিন মলাট”- নীল মাহবুব এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে