তীব্র দাবদাহে কৃষকের ভোগান্তি

0
262

ডন শিকদার, নাটোরকন্ঠঃ

নাটোরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। দৈনিক গড় তাপমাত্রা ৩৪-৩৭ ডিগ্রীর মধ্যে ওঠানামা করছে। এছাড়া করোনা, লকডাউন সবমিলিয়ে জনজীবনে হিমশিম অবস্থা। এরই মাঝে কৃষকের ধান কাটা ও ঘরে তোলার প্রস্তুতি নিতে হচ্ছে। অসহ্য গরমের তীব্রতায় কৃষক তার কাজের সময় বেছে নিয়েছেন সূর্য ডোবার পর। পরিবারের সব সদস্য এমনকি নারী সদস্যরাও কাজে যোগ দিয়েছেন। শহরের চাইপাড়া এলাকার কৃষি জমিতে গিয়ে দেখা যায়, তারা সন্ধ্যার পর থেকে কাটা ধান গুছিয়ে রাখছেন। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার চিন্তায় বড় তেরপল দিয়ে ঢেকে রাখারও ব্যবস্থা করছেন। জমিতে কর্মরত এক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেল, দিনে গরমের তীব্রতার কারনে তারা সন্ধ্যার পর কাজে লেগেছেন। মজুর দিয়ে দিনের বেলা ধান কাটিয়ে নিলেও অধিক মজুরে কামলা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই পরিবারের সদস্যদের নিয়েই মাঠে কাজে নেমেছেন। প্রায় ২০ শতক জমিতে মিনিকেট লাগিয়েছিলেন, মধ্যে ঝড় ও বর্ষায় কিছু ধান নষ্ট হয়েছে কিন্তু আর যেন কোন ক্ষতি না হয় সেই চেষ্টাই করছেন তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধছোট লোকগুলো কখনো প্রকৃত প্রেমিক হতে পারে না-কাজী মোহিনী ইসলাম
পরবর্তী নিবন্ধনাটোরের আকাশে প্রশান্তির এক পশলা বৃষ্টি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে