তোমার শহরে
আহসান হাবীব
তোমার শহরে আজ আমি একা
ওলিতে গলিতে ঘুরেছি কতো,
পাইনি তোমার দেখা।
তোমারে দেখিতে না পাই
পায়না এ মন শান্তি,
তোমার খোজে ঘুরছি তবু
আসে না মোর ক্লান্তি।
দেখিতে তোমারে পায়না তো আঁখি
অন্তরে করছো বাস,
তবু কেন তোমারে দেখিবার লাগি
হৃদয়ে জাগে কতো না আস।
যাহার লাগি করেছ মোরে পর
সে কি চিনেছে তোমার শহর।
মন যদিও না পাই তোমার
তবুও যাবো ভালোবেসে,
তোমায় না পেলে তোমার শহরে
পাগল হয়ে ঘুরবো অবশেষে।
শিখাইয়াছো মোরে প্রেম কারে কয়
কেমন প্রেমের জ্বালা,
চলিয়া গিয়াছো সার্থপর তুমি
আমারে করেছো একেলা।
তবে তুমি সুখেই থাকো
অন্য কারো ঘরে,
অস্রু তবু ঝরাইবো,শুধুই তোমার তরে।
Advertisement