“দম্ভ করে”
কবি শাহিনা খাতুন
প্রণমিত হ্রদয়ে থাকে অনেকে
খুবই তৃষ্ণার্ত থাকে মনে মনে
মসজিদ মন্দির প্যাগোডার মত
হাজারো উপাসনালয় অথবা
বয়োবৃদ্ধ গাছ গভীর ঘন জঙ্গল
অথবা পাহাড়ের কোনো কোনে
একলা বসে কেঁদে কেঁদে
আকুল হতে ইচ্ছা করে
কারনে অকারনে সঁপে দেবার
ইচ্ছা নিয়ে মাঝে মধ্যে দম্ভ করে।
Advertisement