দরিদ্রের কুরসিনামা -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
691
Shaheena Ronju

দরিদ্রের কুরসিনামা

কবি শাহিনা খাতুন

যে দুঃখ দৃশ্য কারো
ভাবনায় পৌঁছেনি এখনো
তা যদি ঘটেই যায়
যদি সকল জ্ঞান অর্জন
বিফল হয়ে যায়
তবে মনে রেখো ভালবেসেছিলাম।
দরিদ্রের ভালবাসার কোন দাম নেই
ছিলোনা কোনদিন
কোন গল্পকার যদি কলমে না লেখে
কেই জানেনা দরিদ্রের কুরসিনামা।
আমার পূর্ব পুরুষ রাজা নয়
আমার পূর্ব পুরুষ জমিদার নয়
আমার পূর্ব পুরুষ কৃষক
অথবা কোন অফিসের কেরানী
পহেলা বৈশাখে একখানা লাল পেড়ে শাড়ি
একটা সাদা রঙা পাঞ্জাবী
কিছু বাতাসা কদমা খোরমা
কিছু সাধারণ ফুল
কিছু তার কাগজের কিছু অরিজিনাল
মা খালা মামী চাচীর রান্না করা পায়েশ পিঠা
এসব খুব সাধারণ ইতিহাস
মার্গারেট থেচার রানী এলিজাবেথের মত নয়
পত্রিকা কাটতির আশায় খবর বানাবেনা কেউ।
তবুও জেনে রেখো
এই বাংলার নিম্নবিত্ত মধ্যবিত্ত
মানুষের জীবনই আমার জীবন।
জহির রায়হানের গল্পের টুনি আর মন্তু
এখনো আমাকে কাঁদায়
চোখের জল মুছে
প্রতিদিন সকালে অফিসের পথে হাঁটা
এক নগণ্য প্রাণ আমি
শুধু জেনো আমার ভালবাসার
কমতি নেই এতটুকু।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধআমার ভালোবাসা তোমার আবেগ – জাহিদ হাসান
পরবর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়া‘র ভৌতিক গল্প -পর্ব-১০

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে