“দীর্ঘশ্বাস ফেলিনা আর”
কবি শাহিনা খাতুন
অস্থিরতার দিন বেড়ে যায়
নিউ এলিফ্যান্ট রোডের
রোজকার ভীড় নেই
পাল্টে গেছে অনেক
পূবের দেশ পশ্চিমের দেশ
সবাই থমকে গেছে।
ফুট ওভার ব্রীজের উপর
একটা নিলে একশো
দুইটা নিলে দেড়শো
বলে কেউ সুর করে ডাকছেনা।
রিমোট কন্ট্রোল হাতে নিয়ে
কেউ যেন স্লো মোশনের বাটনে
চাপ দিয়ে দুরে বসে তামাশা দেখছে
সুপার শপগুলোও নিঃশব্দ হয়ে আছে।
যে মজুর প্রতিদিন কাজের অপেক্ষা করে
তার খুব দুঃখ আজ
অজানা আশংকায় যেন মন ভরে আছে
কাজ নেই ডাল নেই চাল নেই
এদিন আর ফিরে যেন না আসে
প্রার্থনা করেছে সে সারাক্ষণ।
আমার কোন তাড়া নেই
নতুন কিছু টার্মের সাথে
পরিচয় হচ্ছে।
অসুন্দর ভীত ক্ষতিগ্রস্ত করার যা সব
হাওয়ায় হাওয়ায় উড়তে থাকে
ভাসতে থাকে বাতাসে।
আমি কখনো অবিশ্বাস করিনি
তাই কোন শাস্তি আমার জন্য নয়
তবুও রাজি হয়ে আছি
পাছে গোনা নিশ্বাস ফুরিয়ে যায়
তাই দীর্ঘশ্বাস ফেলিনা আর।
১৬/৩/২০২০