“দেখতে পাইনা প্রিয়” কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
653
Shaheena-Ronju

“দেখতে পাইনা প্রিয়”

কবি শাহিনা খাতুন

প্রেমের খাতায় নাম লেখালাম
হলুদ কলম দিয়ে
বন্ধু তুমি দাখিল রেখ
ভুল খুঁজোনা প্রিয়ে।
বশ করতে পারিনা আমি
শুধু কাঁদতে জানি
দয়া করে গ্রহণ কর
আমার চোখের পানি।
বেহেস্তে আমার কোন লোভ নেই
দোযখের ভয় একটুও নেই
জ্ঞানও নেই গরিমা নেই
আনুগত্য যদি করাও
সে ভরষায় আছি।
তুমি রাজা আমি প্রজা
আড়াল হয়ে আছো
অন্তর্দৃষ্টি খুবই ক্ষীণ
দেখতে পাইনা প্রিয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মৃতদের মিছিল” কবি দেবাশীষ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“ধর্মের বড়াই” কবি মৌ সাহা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে