“দেবতার রাঙ্গা সিঁড়ি”/ মুন্ডা কালিদাস
স্বপ্ন দেখ কার তুমি?
অনাদরে অবহেলে ফেলিছ বেগে
পথের কিনারে, বড় অকরুণ চিত্তে।
এখন স্বপ্ন সাজাও কার তুমি?
জড় জীবে পরিণত করে
সীমানার সীমা পেরিয়ে
অচেনারে কর আপন কোন শর্তে?
যারে ভাবো আপন সে কি আসলেই আপন
আপন যে জন আজ
তারে করছ কেন গোপন?
হৃদয় বিছিয়ে বানিয়েছি
তোমার দেবতার রাঙ্গা সিঁড়ি
আজ আমি বাঁশিফুলসম
গিয়েছ যারে ছাড়ি।
তোমার পূজার নতুন ডালা
পূর্ণ আজি নব পুষ্পদলে
ভরে উঠুক শতপ্রাণে, আনন্দ ও সুখে।
Advertisement