“দেবী”- আবু জাফর সিদ্দিকী’র কবিতা

0
351
জাফর

দেবী
আবু জাফর সিদ্দিকী

ভালবাসার দেবী তুমি
ভাল থাকার আশা,
তোমার আশায় বাঁচি আমি
তুমি ভালবাসা।

তুমি আমার ভালবাসা
তুমি আমার দেবী,
তুমিই যেন ভাল থাকা
তোমার কথাই ভাবি।

জনম জনম পাশে থেকো
ভালবেসো আমায়,
তুমি আমার জীবন-মরন
ভালবাসি তোমায়।

ভাল লাগা ভাল থাকা
সবই যেন তুমি,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমার শুধু আমি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“না লিখলে আমি কি করতাম ?”- সমরজিৎ সিংহ
পরবর্তী নিবন্ধ“অন্ধ নিরঞ্জন” -আজাদুর রহমানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে