নাটোরকন্ঠ নলডাঙ্গা :
নাটোরের নলডাঙ্গায় পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বসানো সুতি জাল ও বাঁশের বেড়া উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।বৃস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কুচিয়ামারা ব্রীজের নিচে গানা ও বাঁশের বেড়া দিয়ে বসানো সুতি জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংশ করেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন।এসময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।হালতি বিলের পানির গতিপথে পানি প্রবাহ স্বাভাবিক করতে ও অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,সরকারী খাল,বিলের পানির গতি পথে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বাঁশের ও গানার বেড়া দিয়ে মাছ শিকার করছে স্থানীয় প্রভাবশালীরা।এতে ফসলের মাঠে বন্যার পানি সময়মত না নামার আশস্কা করছিল কৃষকরা।ভুক্তভোগি এসব কৃষকদের অভিযোগ পেয়ে আমরা অভিযান পরিচালনা করে এসব অবৈধ বাঁশের বানা ও সুতিজাল উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক করছি।বৃস্পতিবার কুচিয়ামারা ব্রিজের নিচে বসানো বিশাল বাঁশের বানার ও সুতি জাল উচ্ছেদ করা হয়।এখন পযন্ত ১৫-২০ টি এ ধরনের সুতিজাল উচ্ছেদ করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা হালতি বিল ও আশেপাশের বিলে অবৈধ সুতি জাল ও বানার বেড়া দিয়ে মাছসহ নানা ধরনের জলজ প্রাণী শিকার করে আসছেন।
নলডাঙ্গায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার, উচ্ছেদ করলেন ইউএনও
Advertisement