সন্দীপ কুমার গুরুদাসপুর,নাটোরকন্ঠ:
নাটোরের গুরুদাসপুরে আড্ডাবাজি বন্ধ করতে বলায় দেলোয়ার হোসেন নামে এক স্বেচ্ছাসেবকে মারধর করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াবদা বাজারে। তিনি নাজিরপুর বাজারে ২ নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। এই ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এই বিষয়ে গুরুদাসপুর থানার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখেন এতে অভিযোগের সততা সততা মিলে। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement