গুরুদাসপুরের নন-এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেলেন প্রধানমন্ত্রীর চেক উপহার
স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ:নাটোরের গুরুদাসপুরে করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত নন-এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনুদানের চেক উপহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রদত্ত এই অনুদানের (টাকার) চেক শিক্ষক-কর্মচারীদের হাতে তুলে দেন স্থানীয় সাংসাদ ও নাটোর জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
এ উপলক্ষে ১ জুলই বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তি বর্গ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী কর্তৃক করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্ত গুরুদাসপুর উপজেলার ২৩টি প্রতিষ্ঠানের ২২৫ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকূলে ৯লাখ ৭২ হাজার ৫শ টাকার অনুদানের চেক উপহার করা হয়।