নীরবতা -কবি রহমান হেনরী‘এর কবিতা

0
566
Rahman Henry

নীরবতা

কবি রহমান হেনরী

তোমার নীরবতাভেদি ঘাসগুলো, প্রবর্ধিত হতে হতে, এখন তো আসমুদ্রহিমাচল তৃণভূমি! রোজ রাতে, আমি সেই তৃণভূমির অবগুণ্ঠন সরানো হাওয়া— উন্মোচন করছি তোমার গুপ্ত বাসনা ও স্বপ্নসমূহকে; এবং তাদের উন্মেষবিন্দুতে পা রেখে ঢুকে পড়ছি এমন এক পৃথিবীতে, যার সাথে অতীতে ও বর্তমানে দেখা হয় নি মানবসভ্যতার। ওই পৃথিবীর ভেতর দিয়ে প্রবাহিত হতে হতে, বুঝে ফেলছি: অচিরেই সে মুখোমুখি হবে পুরাতন পৃথিবীর;
প্রতিটি রাতেই, উন্মোচন করছি তোমার জীবন ও যাপনের মুহূর্তগুলোকে; অথচ প্রত্যূষেই মৃত তুমি। তোমার কবরের ঘাসগুলোকে লণ্ডভণ্ড করে দিয়ে, দৃশ্যমান হচ্ছে: বুলডোজারের মত বিপুলদেহী নীরবতা—।

Advertisement
উৎসরহমান হেনরী
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি গঠন
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরের নন-এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে