নাটোরের নলডাঙ্গায় আর্থিক সংকটে দিনমুজুরের আত্মহত্যা

0
778
naldhanga

নলডাঙ্গা,নাটোরকন্ঠ:
করোনার প্রভাবে নাটোরের নলডাঙ্গায় নিঃসঙ্গতা ও আর্থিক সংকটে লাহাবুর রহমান লাবু নামের এক দিনমুজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রোববার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।করোনায় কাজকর্ম বন্ধ থাকায় আর্থিক সংকট ও স্ত্রী পাশে না থাকায় নিঃসঙ্গতায় লাবু আত্মহত্যা করেছে বলে ধারনা করছে পুলিশ।লাহাবুর রহমান লাবু (২৭) নলডাঙ্গা গ্রামের সরদার পাড়ার আব্দুস শুকুরের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও এলাকাবাসী জানান,রোববার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা গ্রামের দিনমুজুর লাবু নিজ শয়নঘরে তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।কয়েক বছর আগে বিয়ে করে লাবু ঘর সংসার শুরু করে।অভাব অনাটনের সংসারে স্ত্রীকে ভাত কাপড় দিতে না পারায় বিয়ের কয়েক মাস পরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। করোনায় কাজকর্ম বন্ধ থাকায় আর্থিক সংকট দেখা দেয় ও স্ত্রী পাশে না থাকায় নিঃসঙ্গতায় মনকষ্টে লাবু আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রাকৃতিক উৎসবই হোক মূল উৎসব
পরবর্তী নিবন্ধগভীর রাতে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ইউএনও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে