নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
195

নাটোর কণ্ঠ : নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতারপার এলাকায় দাড়ির বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের গলায় গামছা ও রশি জড়ানো পাওয়া গেছে। তবে পরিচয় এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা রাস্তার পাশে গলায় রশি দিয়ে মোড়ানো অজ্ঞাত মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

নাটোরের বড়াইগ্রাম সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজি জানান,প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে।

মরদেহ টির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। আর ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে খুনের রহস্য বেরিয়ে আসবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে হুমকির মুখে মুক্তিযোদ্ধা ঘর নির্মানে অনিয়মের অভিযোগ করে
পরবর্তী নিবন্ধসিংড়ায় বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে