নাটোরের বাগাতিপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

0
280
প্রেমিকার অনশন

নাটোর কন্ঠ : নাটোর জেলার বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে প্রেমিকা ফাজানা আক্তার জোৎস্না। গতকাল বিকেলে ফারজানা আক্তার জোৎস্না প্রেমিক জহুরুল ইসলামের বাড়িতে স্বামীর দাবীতে অনশন শুরু করেন।

এ সময় প্রেমিকের মা জোসনা বেগম এবং তার বোন সানজিদা আক্তার শ্যামলী মিলে তাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে ফারজানা আক্তার জোৎস্না বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায় , গত ২১ অক্টোবর ২০২১ ইং তারিখে রাজশাহী কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে ১০ লক্ষ টাকা দেনমোহর ধাযর্য করে তাদের বিয়ে সম্পন্ন হয় যার রেজিঃ নং ০০০০৪৫৯৭। ফারজানা আক্তার জোৎস্না রাজশাহীর বোয়ালিয়া থানার বাজে কাজলা মহল্লার আব্দুল মজিদের মেয়ে। সে বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া গ্রামের সচেতন এনজিওর মাঠকর্মী হিসাবে কর্মরত আছে।

বাগাতিপাড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। বিভিন্ন সূত্রে আমাদের কাছে সংবাদ এসেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় দুই চাচাকে কুপিয়ে জখম : ভাতিজা আটক
পরবর্তী নিবন্ধনাটোরের জেলা প্রশাসক করোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে