সিংড়ায় ডিআইজি নাফিউল ইসলামের খাদ্য সামগ্রী বিতরন
রাজু আহমেদ,নাটোর কন্ঠ,
নাটোরের সিংড়ায় ডিআইজি রাজনৈতিক (এস বি) শাখার এ জেড এম নাফিউল ইসলামের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হত-দরিদ্র অসহায় ২০০ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাস্ক,ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলার হাতিয়ান্দহ বাজার এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ রেন্টু’র সহযোগীতায় বাড়ি বাড়ি ঘুরে এসব খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ৬নং হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামীলীগ ময়েন উদ্দিন সেন্টু, হাতিয়ান্দহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল মোল্লা প্রমুখ ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১কেজি ডাউল, দেড়কেজি আলু , তৈল , এক প্যাকেট লবণ , ১কেজি পেঁয়াজ, ৭০পিস এবং হ্যান্ড স্যানিটাইজার দেড়শপিস মাস্ক ।