নাটোরের সিংড়ায় হালিতে নয় ২০টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে লেবু

0
564

সিংড়ায় হালিতে নয় ২০টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে লেবু
এস,এস,সিংড়া, নাটোর কন্ঠ:
নাটোরের সিংড়ার বাজার গুলোতে লেবু আর হালি হিসাবে বিক্রয় হচ্ছেনা দাম কমায় এই লেবু কেজিতে বিক্রয় করছেন ব্যবসায়ীকরা। লেবু মৌসুমের শুরুতে প্রতি হালি (৪টা) লেবু সাধারণত বিক্রয় হয়েছে ১০ থেকে ১২টাকা। করোনা কালীন সময়ে গতমাসে এর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা হালি। অথচ সেই লেবুর দাম কমে কিছু দিন আগে বিক্রয় হয়েছে ৪ থেকে ৬ টাকা হালি। আর এখন বাজারে হালি হিসাব বাদে প্রায় ব্যবসায়ীকরাই প্রতি কেজি লেবু বিক্রয় করছেন ২০ টাকায়।

সোমবার সকালে সিংড়ার সাপ্তাহিক হাট ঘুরে দেখা গেছে ব্যবসায়ীকরা ২০ টাকা কেজিতে লেবু বিক্রয় করছেন। হাটে আসা উপজেলার হরিপুর গ্রামের ক্রেতা আব্দুল হান্নান বলেন,কেজিতে লেবু বেচার কথা শুনে ২০ টাকায় ১ কেজি লেবু কিনলাম। কেজিতে ২৪ টা লেবু ধরেছে। উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা গ্রাম থেকে আসা কাঁচা ব্যবসায়ী দিলিপ কুমার বলেন,আমি মুলত কাঁচা তরকারীর ব্যবসা করি। মোকামে মণের ওজনে ২মণ লেবু কিনেিেছ। তাই কাঁচা মালের পাশাপাশি ২০ টাকা কেজি দরে লেবুও বিক্রয় করছি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে প্রধানমন্ত্রীর আহবানে তরুণ আওয়ামীলীগ নেতার বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধকবি মুতাকাব্বির মাসুদ‘এর একগুচ্ছ কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে