গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর আহবানে তরুণ আওয়ামীলীগ নেতার বৃক্ষরোপণ

0
606

গুরুদাসপুরে প্রধানমন্ত্রীর আহবানে তরুণ আওয়ামীলীগ নেতার বৃক্ষরোপণ

সন্দীপ কুমার স্টাফ রিপোর্টার নাটোরকন্ঠ: প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নাটোরে গুরুদাসপুর পৌর এলাকায় ৪৬নং রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(গুরুদাসপুর) একটি আম গাছের চাড়া রোপণ করে শুভ উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। সোমবার সকালে পৌরসভার রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আম গাছের চারা রোপণ করেন তিনি।এসময় সঙ্গে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সবুজ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসময় তিনি আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী পৌরসভা পরিচালিত রোকেয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আম গাছের তিনটি চারা রোপণ করলাম। আনুপাতিক হারে দেশে বৃক্ষর সংখ্যা কমে যাওয়ায় দেশ মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। দেশেকে বাঁচাতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান/সড়কের পাশে লাগাবো ইনশাল্লাহ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলকডাউন -কবি নূরজাহান শিল্পী‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় হালিতে নয় ২০টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে লেবু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে