নাটোরে অগ্নিকান্ডে বাড়ি ভষ্মিভূত

0
532
Fire

নাটোরকন্ঠ:

নাটোর সদর উপজেলার পৌরসভাধীন বলারী পাড়া-মহল্লায় অগ্নিকাণ্ডে একটি বাড়ী ভস্মিভূত হয়েছে। এ সময় ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা মনোয়ারা বেগম। তিনি শের-ই- বাংলা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী।

নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা সমস্ত বাড়ি কে গ্রাস করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মনোয়ারা বেগমের স্বামী মনিরুল ইসলামের দাবি করেন অগ্নিকাণ্ডে তার প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পৌর মেয়র উমা চৌধুরী জলি ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআইইডিসিআরের অনুমোতি মিললেই সিংড়ায় করোনা পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধলকডাউনের সাতদিন পার হতে চললেও এখনও বাগাতিপাড়ায় খাদ্যসামগ্রী বিতরণ শেষ হয়নি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে