নাটোরকন্ঠ:
নাটোর সদর উপজেলার পৌরসভাধীন বলারী পাড়া-মহল্লায় অগ্নিকাণ্ডে একটি বাড়ী ভস্মিভূত হয়েছে। এ সময় ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা মনোয়ারা বেগম। তিনি শের-ই- বাংলা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী।
নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা সমস্ত বাড়ি কে গ্রাস করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মনোয়ারা বেগমের স্বামী মনিরুল ইসলামের দাবি করেন অগ্নিকাণ্ডে তার প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পৌর মেয়র উমা চৌধুরী জলি ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেন।