নাটোরে আজ রোববার থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশেষ অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত

0
565
DC-Natore

নাটোরে রোববার থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত

নাটোর কণ্ঠ: নাটোর পুরো জেলা জুড়ে আজ রবিবার থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করবার জন্য বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রচলিত মনিটরিংয়ের পাশাপাশি বিশেষ বিশেষ স্থানে চলবে অতিরিক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান। ভ্রাম্যমান আদালতের সংখ্যা কয়টি হবে তা প্রকাশ না করলেও জেলা প্রশাসন জানিয়েছে অন্যান্য সময়ের চেয়ে আরো বেশি পরিমাণে চালানো হবে অভিযান। নাটোরের সব কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার সহ সবাই মোবাইল টিম নিয়ে মাঠে নামাবে।

করোনা প্রতিরোধ পক্ষ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে কেন্দ্রিয় জামে মসজিদের সামনে জনসচেতনতামুলক প্রচার অভিযান অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানস্থলে সংসদ সদস্য,জেলা প্রশাসক ও সিভিল সার্জন সহ প্রতিরোধ পক্ষের প্রতিনিধরা উপস্থিত থাকবার কথা রয়েছে।

স্বাস্থ্যবিধি নিশ্চিত ও স্বাস্থ্যবিধি পক্ষ সফল করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। শারীরিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হবে। মাস্ক না পড়ে কাউকে বাইরে বের হতে দেয়া হবে না। বর্তমানে নাটোরে দিনদিন করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেকোনো সময় নাটোর চলে যেতে পারে রেড জোনে।

তাই নাটোরবাসী প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আপনারা প্রশাসনকে কঠোর হতে বাধ্য করবেন না। আইনকে শ্রদ্ধা করুন আইন মেনে চলুন নিজেদের নিরাপত্তা নিজেই নিশ্চিত করুন। নইলে আমাদের করার কিছুই থাকবে না।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় শিক্ষক লাঞ্ছিত, অভিযুক্ত বহিস্কৃত যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন আজ
পরবর্তী নিবন্ধসূর্য গ্রহণ শুরু, গর্ভবতী নারীরা সাবধান, খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না- বিশেষজ্ঞ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে