সূর্য গ্রহণ শুরু, গর্ভবতী নারীরা সাবধান, খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না- বিশেষজ্ঞ

0
304

নাটোর কণ্ঠ: শুরু হয়ে গেছে সূর্য গহণ। চলবে বিকেল পর্যন্ত। খালি চোখে তাকাবেননা সূর্যের দিকে বলেছেন বিশেষজ্ঞরা।

কক্ষ পথ পরিক্রমায় কিছু সময়ের জন্য পৃথিবী আর সূর্যের মাঝে চলে আসবে চাঁদ। ধীরে ধীরে চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। তবে পুরোপুরি ঢাকা পড়বে না। শেষ মুহূর্তে সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের মত দেখা যাবে। দেখে মনে হবে যেন আগুনের আংটি। এমন এক মহাজাগতিক দৃশ্য দেখা মিলবে আজ রোববার।

এদিন চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারবে না। তাই বিজ্ঞানীরা এবারের সূর্যগ্রহণের নাম দিয়েছেন নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। এ দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে ভারতের যোশীমঠ শহর থেকে। বাংলাদেশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে সূর্যগ্রহণ খালি চোখে দেখতে নিষেধ করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জ্যোতিষশাস্ত্র বিদেরা গর্ভবতী না’রীদের এ সময়ে সতর্ক থাকতে বলেছেন। আপনার পরিচিত কেউ স’ন্তান সম্ভবা থাকলে তাকে অনুগ্রহ করে জানিয়ে দেবেন।

আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ রোনাকী খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সূর্যগ্রহণ শুরু হবে কঙ্গোতে, সর্বোচ্চ গ্রহণ হবে ভারতে আর গ্রহণ শেষ দেখা যাবে ফিলিপাইনের আকাশে।

২১ জুন সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গোর ইম্পফোল্ডো শহরে সূর্যগ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে কঙ্গোর বোমা শহরে সকাল ১০টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ ভারতের যোশীমঠ শহরে দেখা যাবে দুপুরে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপাইনের সামার শহরে দুপুর ১টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আজ রোববার থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশেষ অতিরিক্ত ভ্রাম্যমাণ আদালত
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে ২১০টি খৃষ্ট পরিবার পেলো প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে