নাটোরে কর্মহীন মানুষদের মাঝে বিভিন্ন সংগঠনের খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ
নাটোর প্রতিনিধি
করোনা ভাইরাস মোকাবেলায় রোজগার বন্ধ হয়ে যাওয়া নাটোরের কর্মহীন মানুষদের মাঝে বিভিন্ন সংগঠনের খাদ্য সামগ্রী ও মাক্স বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে নলডাঙ্গা উপজেলার ১২০টি পরিবারের মাঝে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠন এই খাদ্য সামগ্রী বিতরণ করে। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ লিটার তেল , ১ কেজি আলু এবং ১টি করে সাবান। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, সংগঠনের প্রতিনিধি রাছেল মৃধা, রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে নাটোর শহরের উত্তর পটুয়া পাড়ার ফ্রেন্ডস অ্যান্ড ফাইট ক্লাবের সদস্যরা এলাকার কর্মহীন মানুষদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও আন্তর্জাতিক সেবা মুলক ক্লাব নাটোর এপেক্স ক্লাবের উদ্যোগে মাক্স পেঁৗছে দেওয়া হয়। এ সময় ফ্রেন্ডস অ্যান্ড ফাইট ক্লাবের সভাপতি অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মনিমুল হক, অ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ, নাটোর এ্যাপেক্স ক্লাবের সাবেক সভাপতি এ্যাপেক্সিয়ান তাজুল ইসলাম, এ্যাপেক্সিয়ান ডাঃ শফিকুল ইসলামসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রেন্ডস অ্যান্ড ফাইট ক্লাবের সভাপতি মনিমুল হক জানান, যতদিন করোনা ভাইরাসের কারণে মানুষকে গৃহবন্দী থাকতে হবে ততদিন পর্যায়ক্রমে তাদের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া অব্যাহত থাকবে। তিনি সকলকে নিজ নিজ এলাকার কর্মহীন মানুষের পাশে দঁাড়ানোর আহবান জানান।