নাটোরে জাতীয় ভোটার দিবস পালিত

0
593
Election

নাটোরকন্ঠ:
‘ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে বের করা এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সর্কেল আবুল হাসনাত, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবুড়াদরগাহ গোরস্থানের গোড়রক্ষক দরবেশ দাদা আর নেই
পরবর্তী নিবন্ধনাটোরে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে