নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
257

নাটোর কন্ঠ : নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহফুজ হোসেন লাল (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের তেবাড়িয়া রেল গেইট এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। নিহত মাহফুজ হোসেন লাল একজন শ্রবন প্রতিবন্ধি এবং শহরের লেঙ্গুরিয়া বিহারীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, মাহফুজ হোসেন লাল তেবাড়িয়া এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে শহরের দিকে যাচ্ছিল। এসময় রংপুরগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নাটোর রেলওয়ে স্টেশনের মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এবিষয়ে সান্তাহার রেলওয়ে থানাকে অবগতি করা হয়েছে।’

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ইসলামী আন্দোলনের পতাকা র‍্যালী অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনাটোরে র‌্যাবপুলিশের টহল জোরদার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে