নাটোরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0
546

নাটোর কন্ঠ : আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে রাজশাহী বিভাগের প্রকল্পের আওতায়, নাটোরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, ভাসমান পদ্ধতিতে সবজি চাষ পদ্বতি, কৃষি জাদুঘর, বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান,

ডিজিটাল কৃষি প্রযুক্তিসহ মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। তিনদিন ব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম পিপি,

পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, জেলা মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অঞ্জুমানার পপি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকি, ও বিভিন্ন কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধফুলেল শুভেচ্ছায় সিক্ত বাকী বিল্লাহ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে পিঠা উৎসব অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে