নাটোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ : আহত ১০

0
178
nATORE KANTHO

নাটোর কন্ঠ : নাটোরে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০জন। বুধবার ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। এতে ট্রাক চালক আবু মুসা এবং আসাদুল ইসলাম নামে অপর এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহী গামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি কাঠ ভর্তি ট্রাকের ও পিকআপের মধ্যে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে ঘটনাস্থলেই ট্রাক চালক আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলামকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে চোরাই ২টি ইজিবাইকসহ ৫জন আটক
পরবর্তী নিবন্ধনাটোর ওমিক্রণের মধ্যম ঝুঁকিতে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে