নাটোরে প্রথম করোনা সনাক্ত ১ জন

0
1868
Korona

নাটোরকন্ঠ:

IEDCR এর তালিকা মতে নাটোরে প্রথম ১ জন করোনা সনাক্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা: মিজানুর রহমান বলছেন, আক্রান্ত ব্যাক্তির নাম রিপন, সে ঢাকায় impulse হাসপাতালের ক্যান্টিন বয় ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় আইসোলেশনে আছে। তারা বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। আরো বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য চেষ্টা চালছে। হয়তো দ্রুত পাওয়া যাবে।

জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, আক্রান্ত ব্যাক্তির নাম রিপন।বাড়ি বাগাতিপাড়া। ঢাকায় impulse হাসপাতালের ক্যান্টিন বয় ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় আইসোলেশনে আছে। আমাদের ভয়ের কিছু নেই আমাদের জেলার ছেলে তাই তার নাম নাটোরের তালিকায় এসেছে। তবে নাটোরের ভেতর এখনো কোন করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। সিভিল সার্জনের সাথে সুর মিলিয়ে তিনিও বলেন বিস্তারিত তথ্য উদ্ধারের জন্য চেষ্টা চালছে।

( 23 April,20) Source:-IEDCR আতংকিত না হয়ে সাবধানে থাকুন নিরাপদে থাকুন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমুর্শিদাবাদ ভ্রমনের ইতিবৃত্ত -বেণুবর্ণা অধিকারী -শেষ অধ্যায়
পরবর্তী নিবন্ধকরোনার তালিকায় একজন থাকলেও সে নাটোরে আক্রান্ত হয়নি,আতংকিত না হওয়ার আহবান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে