নাটোরে বঙ্গবন্ধুর পছন্দের হৈমন্তী ফুলের চারা রোপণ

0
331
Nantu

নাটোরকন্ঠ: নাটোর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক, সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাধারণ সম্পাদক, প্রয়াত মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা রমজান আলী প্রামাণিকের বড় ছেলে রফিকুল ইসলাম নান্টু বঙ্গবন্ধুর পছন্দের হৈমন্তী ফুলের চারা রোপণ করেছেন।  আজ সোমবার বিকেলে বড়হরিশপুর এলাকায় রোড ডিভাইডারে ১৫টি দুঃস্প্রাপ্য হৈমন্তী ফুলের চারা রোপন করেন তিনি।

রফিকুল ইসলাম নান্টু জানান, বঙ্গবন্ধু ফুলটি খুব পছন্দ করতেন, আমি বঙ্গবন্ধুকে ভালবাসি সেই ভালোবাসার জায়গা থেকে এই দুষ্প্রাপ্য ফুলের গাছটি রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া যখন এই গাছে ফুল ফোটে সাদা ফুলে ছেয়ে যায় সমস্ত গাছ, গাছের নিচে ফুল গুলো পড়ে সুন্দর মোহনীয় পরিবেশ তৈরি করে, পথচারীরা সে সুবাসে আকৃষ্ট হবে। তাহলে আমার এই গাছ লাগানো সার্থক হবে বলে মনে করি। তাছাড়া এই রাস্তা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ নেতা রমজান আলী প্রামাণিকের বাড়িতে এসেছিলেন। এই হৈমন্তী গাছ বড় হয়ে ফুলের সুবাস ছড়িয়ে বঙ্গবন্ধুর কথা মনে করিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। আবার দুষ্প্রাপ্য গাছ বলেও এটি সংরক্ষিত হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে মাত্র এক কিলোমিটার রাস্তার জন্য হাজারো মানুষের ভোগান্তি চরমে
পরবর্তী নিবন্ধনাটোরে আগ্নেয়াস্ত্রসহ ৫ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে