নাটোরে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ জেলা প্রশাসকের

0
325

নাটোরে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণ জেলা প্রশাসকের

নাটোর কণ্ঠ: আজও নাটোরের বন্যা দুর্গত এলাকার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। সকালে নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের ৪টি আশ্রয় কেন্দ্রে ১২০ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ, জেলা প্রশাসক,নাটোর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু,জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা, পিআইও এবং ইউনিয়ন পরিষদের চেয়রম্যান। এদিকে বিকেলে আরো ১৩০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে বিকেলে জেলা প্রশাসক মোঃ শাহরিয়ার নাটোর সিংড়া উপজেলার আত্রাই নদীর বাঁধের ভাঙ্গন উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় তিনি স্থানীয়দের আশ্বস্ত করেন যে ক্ষতি পূরণ সরকারের পক্ষ থেকে যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তা পায় সে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরে অবৈধ সুতি জাল উচ্ছেদে অভিযান অব্যাহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে