নাটোরে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

0
333
BNP
নাটোরকন্ঠ:

পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নাটোরে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে শহরের পশ্চিম বাইপাস বেলঘড়িয়া এলাকায় এতিমখানার সামনে বিএনপি নেতা-কর্মীরা ও সমর্থকরা এক মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে তারা এক বিক্ষোভ মিছিল বের করে। এ সময়  উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর বিএনপি’র আহবায়ক রফিক মাষ্টার, ছাত্রদল নেতা আনাম সহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগনের দূর্ভোগের কথা চিন্তা না করে আবারও পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। যদি এই ঘোষণা থেকে সরকার সরে না আসে তাহ’লে জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হবে। একই সাথে তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে জাতীয় ভোটার দিবস পালিত
পরবর্তী নিবন্ধনাটোরে চলনবিল সিটি সেন্টারে কর্মসংস্থান হবে ২০ হাজার তরুণ-তরুণীর .

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে