নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ চারজন আটক, ট্রাক জব্দ

0
461

নাটোরে বিপুল পরিমাণ কেজি গাঁজাসহ চারজন আটক, ট্রাক জব্দ

নাটোর কণ্ঠ: নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে RAB-5 এর একটি দল। আজ ভোর রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
RAB জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে মাদ্রাসার মোড় এলাকায় একটি ট্রাকে অভিযান চালয় RAB এর একটি দল। এসময় ট্রাকে থাকা ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা রাখা এবং গাঁজা ব্যবসায় জড়িত থাকার অপরাধে শীর্ষ ০৪ মাদক ব্যবসায়ী ১। মো: সাগর (১৯) ২। সুলভ (২০) ৩। সানাউল্লাহ (২৭) ও ৪। সাকিব ইসলাম (১৮) এদেরকে আটক করা হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলেও জানায় RAB। আটক কৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও জানায় তারা। এসংক্রান্তে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধরহমান হেনরীর কবিতা
পরবর্তী নিবন্ধদিঘাপতিয়া বালিকা শিশুসদনের ৭৩ জন এতিমের পাশে সেনাবাহিনী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে