নাটোর কন্ঠ : নাটোরে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান সম্পর্কিত অনলাইন জুম প্লাটফর্মে জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এই ভ্যাকসিন প্রদান সম্পর্কিত অনলাইন জরুরী পর্যালোচনা সভায় অংশ নেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার,
সিভল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান,জেলা শিক্ষা অফিসার আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন,গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি,সহকারী কমিশনার শরীফ শাওন সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিবৃন্দ।
সহকারী কমিশনার শরীফ শাওন জানান, সভায় ২০২২ সালের চলতি নতুন বছরে আগামী ৭ জানুয়ারির মধ্যে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনুযায়ী তালিকা প্রস্তুত করার এবং যাদের জন্ম নিবন্ধন নেই তাদের-
অতি দ্রুত নিবন্ধন সম্পন্ন করে তালিকায় অন্তর্ভূক্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।