নাটোর কণ্ঠ: নাটোরে কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন পরিক্ষার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার নাটোর সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে এই এন্টিজেন পরিক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এছাড়া প্রধান অতিথি একই সাথে শনিবার থেকে শুরু হওয়া হাম রুবেলা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সদর হাসপাতালের কনফারেন্স রুমে সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনসারুল হক, আরএমও ডাঃ মঞ্জুরুল আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডাঃ জাকির হোসেন প্রমুখ ।
Advertisement