নাটোর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমনা

0
462
Mobial-court

নাটোরকন্ঠ: কোভিড-১৯ সংক্রমণ প্রশমনে জেলা প্রশাসন নাটোরে আজো ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমনা করেছে। চলমান অভিযানে ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আজ ১৫ টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। গণজমায়েত, সঙ্গত কারণ ছাড়া চলাচল ও অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় সহ বিভিন্ন অপরাধে ৩০ ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়৷ এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন কঠোর ভাবে নিশ্চিতকরণে প্রশাসন, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত আছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ জানান, নাটোরে করোনা ভাইরাস রোগী সনাক্ত হওয়ায় সকলকে যথাসম্ভব ঘরে থেকে স্বাস্থ্য বিধি মানা এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমুক্ত গনমাধ্যম দিবসে সাংবাদিক ফয়েজ আহমদ স্মরণ  -রেজাউল করিম খান
পরবর্তী নিবন্ধআশায় বসতি -কবি প্রদীপ সরকার‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে