নাটোর পৌরসভার কাউন্সিলর নান্নু শেখের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0
192

নাটোর কন্ঠ : নাটোর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের সন্ত্রাসী কার্যকালাপের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন, কোহিনূর রহমান পান্না, নান্নু শেখ, মহিমা খাতুনসহ অন্যান্যরা।এসময় বক্তারা বলেন, নাটোর পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান মাসুম দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে নানা অনৈতিক কর্মকান্ড করে আসছিল।

এসব কর্মকান্ডের প্রতিবাদ জানালে মাসুম তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা সময়ে অন্যান্য ওয়ার্ড কাউন্সিলরদের উপর হামলা করে থাকে। তারই ধারাবাহিকতায় গতকাল সন্ত্রাসী বাহিনী দিয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। দ্রুত আরিফুর রহামান মাসুমসহ তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধউড়ন্ত চঞ্চল কিশোরী -কবি নীলিমা শামীম‘এর কবিতা
পরবর্তী নিবন্ধদুইদিন ব্যাপি শিশু মেলার উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে