নাটোর কন্ঠ : নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ফাহিমা খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় শিশুটির মা দিলারা বেগম ও বাবা ফারুক হোসেন গুরুতর আহত হয়েছেন।
তাদেরকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া মহাসড়কে উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, ফারুক হোসেন মোটরসাইকেলে স্ত্রী ও শিশু সন্তান ফাহিমাকে নিয়ে বনপাড়ার শ্বশুরবাড়ি থেকে সদর থানার হয়বতপুরে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথে ফজলিতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু কন্যা ফাহিমা ছিটকেসড়কে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা আহত দুইজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, ট্রাকটির সনাক্তের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।