নামহীন অবুঝের মতো || ওয়াহিদ জালালের কবিতা

0
235
ওয়াহিদ জালাল এনকে

নামহীন অবুঝের মতো || ওয়াহিদ জালাল

দুঃখগুলো বড় হতে দাও ওয়াহিদ,
একদিন সে তোমার বুকের উপর
দাঁড়িয়ে বলে দিবে, কি করে
কেটেছিলো সুখের ঘরে সিঁদ ।

তুমিতো জানো না কিছুতেই বুঝোনা
জল শুকাইলে মাছ কতো সহজে মরে
মানুষের সাকিন বেগানা হইলে ঘরে
ওরে তুমি কেন তারে খুঁজোনা ।

কোথায় যাব গেলে কারে পাবো
আধার সঙ্গিন আলো যে রঙিন
কাঠের ভাস্কর্য হয়ে যায় পরাধীন
আকুল মিনতি অন্ধকারেই ভাবো ।

ফুলের সৌরভ ঝরিতে দেয় না বাতাস
কোলে তুলে সুবাস বিলিয়ে যায়
মসজিদ মন্দির বৃন্দাবন মথুরায়
শেষে সে-ইতো ভেঙে যায় বুকের আবাস ।


০৭.০৩.২০২০
রেইনহিল, ইংল্যান্ড

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আদর ও অপমানের কবিতা”- সুবীর সরকারের কবিতা
পরবর্তী নিবন্ধ“গরিমা”- শাহিনা খাতুনের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে