নারী নয়, মানুষ ভাবো
কবি নূর নাহার নিপা
নীলরঙ বেদনাগুলো
নিশ্চুপে বেঁধে রাখে নারী
বুকের গহীন;
বুকের গহীনে নিশ্চুপে ভাঙে কষ্ট পাথর
আকাশের দীর্ঘশ্বাসের মতো
ঝরে পড়ে অভিমানের বৃষ্টি
চোখের আকাশ থেকে।
সমুদ্রের ঝড় সবাই দেখে,
দেখে না হৃদয়ের সাইক্লোন।
এখনও বলতে হয়,
নারী মানে মানুষ
বলতে হয়,
তাঁদেরও আছে সমমর্যাদায়
বাঁচার অধিকার।
এই নিঘুঢ় বাক্যটি ভুলে যায় পুরুষসমাজ।
নানাবিধ নির্যাতনে
তারা জাহির করতে গিয়ে পৌরুষ,
নারীর কাছে
তারা বারবার হয়ে যায়
নরপশু হয়ে যায় আমূল নগ্ন।
হে পুরুষ সমাজ,
নারীদের কেবল নারী নয়,
মানুষ ভাবো।
তারা নিজেদের মহিমান্বিত নারীত্ব দিয়ে,
মমত্ব দিয়ে, মাতৃত্ব দিয়েই
তোমাদের মানুষ বানায়।
Advertisement